ঝালকাঠিতে নৌকার মনোনয়ন পেলেন হারুন ও আমু

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: রবিবার ২৬শে নভেম্বর ২০২৩ ০৮:৫১ অপরাহ্ন
ঝালকাঠিতে নৌকার মনোনয়ন পেলেন হারুন ও আমু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি আসনেই সাবেক সংসদ সদস্যদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।



ঝালকাঠি-১ ( রাজাপুর- কাঁঠালিয়া) আসনে চতুর্থ বারের মত মনোনয়ন পেয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা বজলুল হক হারুন। 



ঝালকাঠি-২ ( নলছিটি- ঝালকাঠি সদর) আসনে চতুর্থ বারের মত মনোনয়ন পেয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু।