বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কারনে বরিশাল সহ দক্ষিণাঞ্চলে উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, কারন আওয়ামী লীগ ছাড়া এদেশে উন্নয়ন সম্ভব না।
শনিবার বিকেলে নগর ভবনের সামনে বরিশাল সদর উপজেলা যুবলীগের কর্ম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
দীর্ঘ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সভায় সদর উপজেলার দশ ইউনিয়নের কয়েকশত যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।