প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ০:২৭
এই মহাসমাবেশ সরকার পরিবর্তনের মাইলফলকের সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি। একদিন আগে বৃহস্পতিবার বিকেল থেকেই মহাসমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। একপর্যায়ে নয়াপল্টন ও এর চারপাশের সড়ক নেতাকর্মীতে ভরে যায়।
তিনি বলেন, আজকে এই মহাসমাবেশে আওয়ামী ফ্যাসিবাদী সরকার, জনগণের সঙ্গে প্রতারণা করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে দলীয়করণ করে জনগণকে ধোঁকা দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া এখনো কারাগারে বন্দী। একটিই মাত্র কারণ, তিনি গণতন্ত্রের প্রতীক। তার একটিমাত্র বাঁশির ফুঁ-এ, হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সবাই আন্দোলনে নেমে আসবে। সেই কারণে তিনি আজ বন্দী (রয়েছেন)।
তিনি আরো বলেন, আজকে পুরো বাংলাদেশের সমগ্র মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বিদ্যুতের দাম, গ্যাসের দাম, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া নাজেহাল হয়ে পড়েছে মানুষ।
বিএনপির মহাসচিব বলেন, এই সরকার মানুষের বিরোধী সরকার। এই সরকার অর্থনীতি বিরোধী সরকার। এই সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। আর এই সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে নির্বাচন ব্যবস্থায়।
ফখরুল বলেন, সব বিরোধী জোটগুলো মিলে আমরা আলোচনা করে একমত হয়েছি যে, এই সরকারের অধীনে আর নির্বাচন হতে দেয়া হবে না। আমাদের নেতা তারেক রহমান যে ডাক দিয়েছেন, কি ডাক? ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমরা যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছি। বিদেশ থেকে বলা হচ্ছে, এই সরকারের অধীনে আর নির্বাচন না। দফা এক, দাবি এক। সরকারের পদত্যাগ চাই।