ভোলার চরফ্যাসন উপজেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদলের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
চরফ্যাসন উপজেলা যুবদলের নব গঠিত কমিটির আহ্বায়ক প্রিন্স মহাজন জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরফ্যাসন বাজারে শুভেচ্ছা মিছিল বের করা হয়। ওই মিছিলে হামলার ঘটনা ঘটে।
প্রিন্স অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে চরফ্যাসনের যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা হামলা করেছে। হামলায় উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাবির, উইনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ মালতিয়া, যুবদল নেতা শাহাবুদ্দীন, হেলাল, আলামিনসহ অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ দাবি করেন, হামলার বিষয়ে তাদের কিছু জানা নেই। তবে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।