প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:২৫
দীর্ঘ সাত বছর পর পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদুল ফিতর উদযাপন করছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই ঈদ তিনি উদযাপন করছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তিন নাতনি জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে এসে তিনি শেষবারের মতো পরিবার নিয়ে ঈদ উদযাপন করেছিলেন।