পদ্মা সেতুর উদ্বোধন: সরকারকে ধন্যবাদ না দেয়ার কারণ

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১লা জুলাই ২০২২ ০৫:৫৭ অপরাহ্ন
পদ্মা সেতুর উদ্বোধন: সরকারকে ধন্যবাদ না দেয়ার কারণ

পদ্মা সেতু নির্মাণের সঙ্গে ‘দুর্নীতি’ ট্যাগ না লাগলে বিএনপি সরকারকে ধন্যবাদ জানাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শুধু তাই নয়, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এত অর্থ অপচয় না করে সেই অর্থ বন্যার্তদের দিলেও প্রধানমন্ত্রী প্রশংসিত হতেন।


শুক্রবার (১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে এক প্রতিবাদী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।



সরকারের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, যে প্রকল্পে দুর্নীতি হয়, সেই প্রকল্পের জন্য জনগণ ধন্যবাদ দিতে পারে না। জনগণের পক্ষে পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের শ্বেতপত্র প্রকাশ করুন যে, কত টাকা কোন খাতে ব্যয় হয়েছে। যেদিন সব পরিষ্কার করতে পারবেন যে সেতু নির্মাণে দুর্নীতি হয়নি, সেদিন বিএনপি এই সেতু নির্মাণের জন্য ধন্যবাদ জানাবে।


তিনি বলেন, খালেদা জিয়া কখনো পদ্মা সেতু হবে না, সেটা চাননি। তিনি করতে পারেননি অন্যজন করছেন, এটাই নিয়ম। কিন্তু তাকে নিয়ে গুজব ও মিথ্যা তথ্য দেয়া হচ্ছে, এটা ঠিক নয়। এ সময় বিভ্রান্ত না ছড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।


দেশের ৪০ শতাংশ মানুষ আজ পানিবন্দি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এসব মানুষের পাশে বিএনপি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছে। অথচ সরকার পদ্মা সেতুতে উৎসবের জন্য টাকা উড়িয়েছে।


তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দ-উৎসবের জন্য যে টাকা ব্যয় করা হয়েছে, তা যদি বন্যাদুর্গত অসহায় মানুষের জন্য ব্যয় করত, তাহলে তিনি (প্রধানমন্ত্রী) কিঞ্চিৎ হলেও প্রশংসিত হতে পারতেন। কিন্তু উনি (প্রধানমন্ত্রী) তো জনগণের ভালোবাসা, আস্থার প্রয়োজন মনে করেন না, উনি মনে করেন যতদিন প্রতিবেশী আছেন, ততদিন উনি ক্ষমতায় আছেন।


বিএনপির এ নেতা বলেন, ‘আমরা যদি অতীতের মতো নির্বাচনের ফাঁদে পা না দিই, আমরা যে কথা বলেছি, এ সরকারের অধীন নির্বাচন নয়, এ নির্বাচন কমিশনের অধীন নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন নয়—এ সিদ্ধান্তে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারি, তাহলে শেখ হাসিনা সরকার নেই। তার নির্বাচন করার ক্ষমতা নেই নেই নেই...। ভেলকিবাজি তিনি (শেখ হাসিনা) যা করার করেছেন; নতুন করে ভেলকিবাজি করার ক্ষমতা নেই। তাই সব রাজনৈতিক দল সবাইকে বলব, আপনারা একটি জায়গায় অটল থাকেন—এ সরকারের অধীন কোনো নির্বাচন নয়।