কালিগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
আব্দুল কাদের, উপজেলা প্রতিনিধি, কালিগঞ্জ, সাতক্ষীরা
প্রকাশিত: সোমবার ১৭ই জানুয়ারী ২০২২ ০৮:২৪ অপরাহ্ন
কালিগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে  বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র‍্যালি, আলোচনা সভা ও কম্বল বিতরণ মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল  ১৭ ই জানুয়ারি কালিগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি  শেখ ফাহিমের সভাপতিত্বে ও ফারুক আহমেদ উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। 


অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সুমন হেসেন। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আল, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিন আলী মুন্সী, ছাত্রলীগ নেতা শেখ রাসেল, যুবলীগ নেতা মহব্বত হোসেন প্রমুখ। 


ছাত্রলীগ নেতা-কর্মীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ছাত্রলীগ আওয়ামীলীগ লীগের সহযোগী সংগঠন হলেও হাজার বছরের শ্রেষ্ঠ  বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মী। অনুষ্ঠানে কেক কেটে ও দুস্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন আমন্ত্রিত অতিথি ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 


আলোচনা সভা শেষে জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হেসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন সংস্কৃতিক পরিষদ ইতালি শাখার সভাপতি রনি আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ।