https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আই লাভ মাই ওয়ার্ক : কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ২:৩১

শেয়ার করুনঃ
আই লাভ মাই ওয়ার্ক : কাদের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শিগগিরই তিনি বাসায় যেতে পারবেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিএসএমএমইউ উপাচার্য ও বোর্ড প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান।

 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি, দু-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।’

 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘শুরুতে যখন তিনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল। ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক। দ্রুত তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 

এছাড়া বিএসএমএমইউ'র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান জানান, ওবায়দুল কাদেরের সব মেডিকেল টেস্টের রিপোর্ট ভালো এসেছে।

 

তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজকে আরও ভালো। সকল পরীক্ষা-নিরীক্ষাতেই রিপোর্ট ভালো এসেছে। তবে আমরা মনে করি তার একটু রেস্ট নেওয়া দরকার, তাই তাকে আর দুইদিন থাকতে বলা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 

আতিকুর রহমান বলেন, গতকাল তার সিটিস্ক্যান করা হয়েছিল। আজ তার রিপোর্ট দেখেছি, খুবই ভালো। কোনো ধরনের শঙ্কা নেই। এছাড়া তার রক্তের পরীক্ষাতেও রিপোর্ট ভালো এসেছে।

এদিকে, শনিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা গেছে হাসপাতালের ভেতর হাঁটাহাঁটি করছেন ওবায়দুল কাদের। সেই সঙ্গে হাসপাতাল থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন তিনি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 

পোস্টে তিনি লিখেছেন, তার আগের কাজের কিছু ছবি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘আই রিয়েলি মিস মাই ওয়ার্ক, আই ওয়ার্ক হার্ড বিকজ আই লাভ মাই ওয়ার্ক, ১৮-১২-২০২১।’

 

এর আগে গতকাল (১৮ ডিসেম্বর) তিনি জানিয়েছিলেন, ওবায়দুল কাদের চাইলেই বাসায় যেতে পারবেন। দিনদিন তারা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুয়েকদিন হাসপাতালে থাকতে। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 

উল্লেখ্য, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।

 

অন্যদের মধ্যে রয়েছেন; প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 

গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

দেশের নেতৃত্ব ভণ্ডামিতে ভরা: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ এবং তারা নিজেদের কথা অনুযায়ী কাজ না করে জনগণকে ভুল পথ দেখাচ্ছে। তিনি শুক্রবার (২৮ মার্চ) দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, বর্তমান নেতারা জনগণের জন্য যেসব নীতি তৈরি করেন, সেগুলি কখনোই নিজেদের জন্য অনুসরণ করেন

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

ফ্যাসিস্ট সরকার আরও এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিতো, দাবী বাবরের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকার যদি আরও এক বছর ক্ষমতায় থাকতো, তবে তাকে ঝুলিয়ে দেওয়া হতো। শুক্রবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে এই মন্তব্য করেন। লুৎফুজ্জামান বাবর জানান, দেশের ফ্যাসিবাদ মুক্ত করতে ছাত্রদের অবদান ছিল অমূল্য, তবে এখানে কারো একক কৃতিত্ব দিতে তিনি অসম্মত। তার মতে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি ঈদের আনন্দকে স্বাধীনতা-উত্তর আনন্দের সাথে তুলনা করে বলেন, "দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যা ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে সম্ভব হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জুলুমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ স্বাধীনভাবে শ্বাস

মঙ্গল শোভাযাত্রা মুসলিম বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

মঙ্গল শোভাযাত্রা মুসলিম বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক: ইসলামী আন্দোলন

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে মুসলমানদের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলা বর্ষবরণ বাঙালির নিজস্ব ঐতিহ্যের অংশ হলেও মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এটি ভিন্ন সংস্কৃতির সাথে মিশিয়ে ফেলা হয়েছে, যা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিশ্বাসের পরিপন্থী।   তার দাবি, গ্রামবাংলায়

"ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেনের জয়ী ঘোষণা, আদালতের রায়"

"ডিএসসিসি নির্বাচনে ইশরাক হোসেনের জয়ী ঘোষণা, আদালতের রায়"

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় প্রদান করেন। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের ইতি ঘটল।   নির্বাচনী ট্রাইব্যুনালে দেওয়া রায়ে বিএনপি প্রার্থীর পক্ষে রুলিং দেওয়া হয়। আদালতের এই সিদ্ধান্তে ইশরাক হোসেন