প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১৮:৪৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ১১টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে সমাবেশ করতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা।
এসময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন।দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়া পল্টনে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হওয়ায় আশেপাশের এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ফাঁকা গুলি ও টিয়ারশেলের মাধ্যমে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।