প্রকাশ: ১১ মে ২০২১, ১১:২৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটে মরদেহ বহনকারী লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যান দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে সকাল ৮টা ৫৪ মিনিটে তার মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’-তে নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকামুখী হয়েছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে করে রাজধানীতে প্রবেশ করছেন হাজারো মানুষ। বিশেষ করে ৯০–এর দশকের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত সাবেক ছাত্রনেতা ও কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে মানুষের চাপ বাড়তে থাকে।
খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন একটা সময়ে, যখন তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু সদস্যের হামলায় নিহত হন। জিয়ার মৃত্যুর পর একদিকে যেমন দিশেহারা তার পরিবার, অন্যদিকে বিপর্যস্ত হয় তারই গড়া রাজনৈতিক দল বিএনপি। ১৯৮১ সালের সেই সময় খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধু। দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। কে ধরবে বিএনপির হাল এমন প্রশ্নে
আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই সাধারণ মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন জেলা থেকে আসা সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোকাতুর মানুষের বিশাল সমাবেশে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠানের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং