প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২৩:২
ভেঙে দেওয়া হচ্ছে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বাধীন হেফাজতে ইসলামের বর্তমান কমিটি। সংগঠনটি থেকে বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করা হবে।
রোববার রাতে বা সোমবারের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে গত মার্চের ২৫, ২৬ ও ২৭ তারিখ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, অন্তত ১৭ জন মানুষের প্রাণহানি হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেফতার রয়েছেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এক নেতা বলেন, অরাজনৈতিক আলেমদেরকে নিয়ে নতুন করে হেফাজতকে ঢেলে সাজানো হবে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১