প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৮
দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। দ্রুত তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।সোমবার দুপুরের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অসুস্থ হয়ে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
দলটির বেশ কয়েকজন নেতাকর্মী জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ চলছিল বিএনপির। এতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে এসে বক্তব্য দেয়া শুরু করেন বিএনপি নেতা রিজভী।বক্তৃতার শেষের দিকে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তিনি। তখন আশপাশের নেতাকর্মীরা তাকে ধরে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করলে রিজভীর ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হাসপাতাল থেকে চলে যান।উল্লেখ্য, কিছু দিন আগে হার্ট অ্যাটাক করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে পরে ল্যাব এইড হাসপাতালে দুই দফা ভর্তি হয়েছিলন রিজভী। সেখানে তার হার্টে রিং পড়ানো হয়।