জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, “সংসদ নির্বাচনের দিন গণভোটে কোনো বাধা নেই। সনদে কী থাকবে, তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই রায় হবে চূড়ান্ত, পরবর্তী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে।”
তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। “আমরা মোটামুটি একমত হয়েছি। জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা হতে পারে,” বলেন সালাহউদ্দিন আহমদ।
বিএনপি নেতা আরও জানান, নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলো সংশ্লিষ্ট দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হবে।
তিনি বলেন, “আমরা ১০৬ অনুচ্ছেদে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে এসেছি। এখন আমাদের অবস্থান জুলাই জাতীয় সনদ ২০২৫ জারি এবং গণভোট আয়োজনের পক্ষে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একসাথে নির্বাচন ও গণভোট আয়োজন হলে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রশাসনিক প্রস্তুতি ও আইনি কাঠামো কতটা দ্রুত গড়ে তোলা যায়, সেটিই এখন দেখার বিষয়।