ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির নিউজ করায় স্থানীয় বিএনপি নেতার হাতে নৃশংস হামলার শিকার হয়েছেন দৈনিক দেশবাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি যুবাইদুর চৌধুরী সঙ্গীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। মামুনকে নির্মমভাবে মারধর করা হয় এবং গলা চেপে ধরার পাশাপাশি অণ্ডকোষে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। হামলার পর স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে হাসপাতালের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
আহত সাংবাদিক মামুন জানান, কয়েক মাস আগে বিএনপি নেতা যুবাইদুরের বিরুদ্ধে চাঁদাবাজির একটি প্রতিবেদন করেছিলেন। এরপর থেকে তিনি তাকে হুমকি দিচ্ছিলেন। মঙ্গলবার সুযোগ পেয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালানো হয়। মামুন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত বিএনপি নেতা যুবাইদুর চৌধুরী হামলার দায় স্বীকার করে বলেন, মামুন তার বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেছিলেন। বিষয়টি নিয়ে তিনি দেখা করতে বললেও মামুন তা এড়িয়ে যান। মঙ্গলবার তাকে বাজারে পেয়ে পেটানো হয়েছে এবং তার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন।
এ ঘটনায় সাংবাদিক নেতারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন, তাহলে দেশের অন্যান্য অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে? তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রুহিয়া থানা বিএনপির সভাপতি জব্বার বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা দুঃখজনক। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রকিবুল আলম জানান, মামুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় আঘাতের স্পষ্ট দাগ দেখা গেছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, হামলার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। অভিযোগ দায়ের হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।