সবচেয়ে বেশি সম্মান সুজনকে দেওয়া উচিত: পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১২ই ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৩ অপরাহ্ন
সবচেয়ে বেশি সম্মান সুজনকে দেওয়া উচিত: পাপন

বাংলাদেশের ক্রিকেটের সম্ভবত সবচেয়ে বিতর্কিত ব্যাক্তিটির নাম খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিসিবির গেম ডেভলপমেন্ট কমিটির এই চেয়ারম্যান নানা কারণে বারবার বিতর্কিত হয়েছেন। অথচ, টাইগার যুবাদের বিশ্বকাপ জয়ের পেছনে তার অবদান সবচেয়ে বেশি বলে মনে করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের সামনে খালেদ মাহমুদ সুজনের উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, সুজনকেই সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত।

একাধিকবার ক্যাসিনোতে গিয়ে ক্যামেরাবন্দি হয়ে সমালোচিত হয়েছেন সুজন। প্রতিবারই তিনি বলেছেন ক্যাসিনোতে খেতে যাওয়ার কথা। তবে অনূর্ধ্ব-১৯ দলে সুজনের অবদান নিয়ে গতকাল সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান বলেন, 'আজ আমি প্রথম নামটাই বলব- সুজন। আসলে ক্রিকেট বোর্ডে আমরা আসার আগে যে বোর্ডগুলা ছিল, ওইগুলা নিয়ে তো কেউ কিছু বলে না। আমরা তো হলাম তোপের মুখে। তার মধ্যে সবচেয়ে বেশি তোপের মুখে হচ্ছে খালেদ মাহমুদ সুজন। তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার সকলে। তার পজেটিভ কখোনো শুনি না।'

এর আগে বার দুয়েক জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুজন। এরপর এখন পর্যন্ত বেশ কয়েকবার স্থায়ীভাবে জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন। সেসব নিয়ে অনেক সমালোচনা আর ট্রল হয়েছে। তবে তাকে প্রাপ্য সম্মান দিতে চান পাপন, 'এটাই বলছিলাম যে, যারা সবচেয়ে বেশি কাজ করে এবং শুধু ক্রিকেট নিয়েই ভাবে, অন্য কোনো চিন্তা নাই মাথায়, তাদের সবসময় এরকমই কপাল হয়। তবে আজকের এই সাফল্যের পেছনে আমি বলেছি, বোর্ড থেকে যদি কাউকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত, সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন।'

গত রবিবার ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ের পর আনন্দে কাঁদতে দেখা গেছে খালেদ মাহমুদ সুজনকে। ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলছিলেন, 'ইনি সেই মানুষ, যিনি বিশ্বকাপের আগে তাদের সমস্ত পরিকল্পনা করেছিলেন।' কথাটির আক্ষরিক অর্থ যাই হোক না কেন, বিশ্বকাপ জয়ের আনন্দে বিতর্কিত ব্যক্তিত্ব খালেদ মাহমুদের এই কান্না নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তার এই কান্নার দৃশ্য দেখে ক্রিকেটপ্রেমীরাও জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব