খুলনার বিপক্ষে ঝড়ো শুরু বরিশালের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ ০২:৫৯ অপরাহ্ন
খুলনার বিপক্ষে ঝড়ো শুরু বরিশালের

পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য টসে জেতে খুলনার অধিনায়ক শেই হোপ। প্রথমে ব্যাটিং করতে নেমে ঝড়ো সূচনা পায় খুলনা। প্রথম পাওয়ারপ্লেতে ৬২ রান তোলে দলটি।এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে। মাঠে আছেন সাকিব এবং ইব্রাহিম জাদরান।


আনামুল হক বিজয় প্রথম ওভারেই ছয় এবং চার হাঁকান। শফিকুলের দ্বিতীয় বলেই শর্ট অব লেন্থে পড়তেই থার্ডম্যান অঞ্চল দিয়ে উড়িয়ে মারেন বিজয়। পরের বলে কাভার অঞ্চল দিয়ে দারুণ এক চার হাঁকান এই ব্যাটসম্যান।


এবারের আসরে প্রথমবার ওপেনিং করতে নামা ফজলে মাহমুদ রাব্বী দ্বিতীয় ওভারে নাহিদুলকে ছয় এবং চার মেরে আক্রমণ জারি রাখেন। প্রথম দুই ওভার থেকে আসে ২৩ রান।তবে পরের ওভারে নাসুম মাত্র ৩ রান দেন।


এর পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম উইকেট তুলে নেন পল ফন মিকেরেন। তবে উইকেট প্রাপ্তিতে মিকেরেনে চেয়েও বেশি কৃতিত্ব দিতে হয় শফিকুর রহমানকে। ৩০ গজ থেকে দৌড়ে ডিপ থার্ডম্যান অঞ্চলে অসাধারণ অসাধারণ এক ক্যাচে বিজয়কে ফেরান শফিকুর। আউট হওয়ার আগে বিজয় করেন ৭ বলে ১২ রান।


উইকেট হারালেও অবশ্য ব্যাটিংয়ে নিজেদের আক্রমণ বন্ধ করেনি বরিশালের ব্যাটসম্যানরা। বরং খুলনার বোলারদের উইকেটের চারপাশে খেলতে থাকে দলটি।এরমধ্যে অবশ্য দুইবার উইকেট পাওউয়ার সুযোগ তৈরি করেছিল খুলনা। তবে একবার রিভিউতে এবং অন্যবার নো বলের কারণে উইকেট মিস করে দলটি।


এরমধ্যে প্রথম উইকেট হারানোর পর রাব্বি এবং ইব্রাহিম জাদরানের ব্যাটে দারুণ এগোতে থাকে বরিশাল। দলীয় ৭৩ রানে অবশ্য দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে দলটি। এবারের আসরে প্রথম ওপেনিংয়ে নামা রাব্বি ৪টি চার ও ২টি ছয়ে ৩৯ রান করে ফেরেন।