প্রকাশ: ২৮ মে ২০২০, ১:৫৩
ভারতে করোনাভাইরাসের আক্রমণে দেশ জুড়ে যখন সব হারানোর কান্না, তখনই উঠে আসলো আরও একটি অমানবিক কাহিনী। উত্তরপ্রদেশ রাজ্যের একটি গ্রামে ঝোপঝাড়ের পাশে থাকা কাদামাটির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে একটি নবজাতক শিশুকে। জীবিত অবস্থাতেই শিশুটিকে কেউ বা কারা সেখানে পুঁতে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে রাখে আল্লাহ্ মারে কে? শিশুটিকে কবর দিয়ে চলে যাওয়া হলেও তার একটি পায়ের পাতা কোনওভাবে মাটির উপরে থেকে যায়।
সেই সঙ্গে কাদামাটিতে চাপা পড়া অবস্থায় চিৎকার করে কান্নায় শিশুটিও নিজের অস্তিত্ব জানান দিচ্ছিল, যা কানে যায় স্থানীয় লোকজনের। শিশুটির কান্না অনুসরণ করে তারা একটি বাড়ির পাশের ঝোপঝাড়ের কাছে গিয়ে সন্ধান শুরু করে। কাদা এবং বালিতে একাকার ওই এলাকায় সন্ধান চালাতে চালাতে এক সময় তাদের নজর গিয়ে পড়ে মাটির উপর বেরিয়ে থাকা শিশুটির পায়ের পাতায়। তারপরই তাড়াতাড়ি কাদামাটির ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসী।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব