প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩৮
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতার জেরে আগুনে পুড়িয়ে দেয়ার দুই দিন পর আজ শুক্রবার সেই মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সহিংসতায় কমপক্ষে ৪২ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হয়েছেন। সহিংসতা শুরুর পর পাঁচ দিন চলে গেলেও কর্তৃপক্ষ এখনো বলতে পারছে না কীভাবে এটি শুরু হয়েছিল। এ ছিল কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা। হাসপাতালগুলো এখনো লাশ চিহ্নিত করে চলেছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব