ভেঙে পড়ল ফারাক্কা ব্যারেজের নির্মীয়মাণ সেতু, একাধিক শ্রমিকের আহত। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং মালদহ পুলিশ। ঘটনায় অন্ততপক্ষে ছয়জন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ব্রিজের কাজ শুরুর দেড় বছরের মধ্যেই এই ব্রিজ ভেঙে পড়ল। জানা যাচ্ছে, তিন জন শ্রমিককে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
মালদহের এই ঘটনার পরে কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছেন, এক ইঞ্জিনিয়রের মৃত্যু হয়েছে এবং প্রথমে একজন শ্রমিকের আশঙ্কাজনক পরিস্থিতির খবর পাওয়া গেলেও পরে জানা যায় তিনজন শ্রমিক বর্তমানে আশঙ্কাজনক।
রবিবার, ফারাক্কা এবং মালদহের মাঝে নির্মীয়মাণ এই ব্রিজের এক নম্বর এবং দুই নম্বর পিলারের মাঝে গার্ডার বসাতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে, তবে অফিশিয়ালি এখনও কিছু জানানো হইয়নি। বিস্তারিত আসছে…
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।