ভারতের উত্তর প্রদেশে এক নবজাতকের মরদেহ সাহিত করার জন্য কবর খোড়তে গিয়ে মাটির তিন ফুট নিচ থেকে বের করা হল মাটির পাত্রে পুঁতে রাখা এক মেয়ে নবজাতক। উত্তর প্রদেশের বারেলিতে এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে কেউ মেয়ে শিশু জন্ম নেয়ায় তাকে জ্যান্ত পুঁতে রেখে যায়। কবর খোড়তে আসা লোকজন দ্রুত ওই নবজাতককে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। উদ্ধার করা নবজাতকটি এখনো বেঁচে আছে।
হিতেস কুমার নামে এক ব্যাবসায়ীর স্ত্রী পুলিশের এসআই ভাইশালি গত বুধবার প্রচণ্ড পেট ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে সেখারে ৭ মাস বয়সী একটি মৃত অপরিনত নবজাতক প্রসব করেন। এটাকে বৃহস্পতিবার সমাহিত করার জন্য কবর খোড়তে গিয়ে মাটির পাত্রে রাখা তিন ফুট মাটির নিচে পুঁতে রাখা ওই নবজাতকটি উদ্ধার করা হয়। চেইনপুর এলাকার এমএলএ রাজেশ মিশ্র মেয়েটির ভরণ-পোষণের দায়িত্ব নেন বলে পুলিশ জানায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।