জাতিসংঘের সাধারণ অধিবেষণে বক্তব্য রাখার সময় কাশ্মীর নিয়ে আগুনঝরা বক্তব্য দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে রক্তের বন্যা বয়ে যাবে এবং তার প্রভাব অন্যান্য দেশেও পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইমরান খানের ওই হুঁশিয়ারির পর কাশ্মীর পুনরায় কারফিউ জারি করেছে ভারত। সেখানে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ ও সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে জাতিসংঘে বক্তব্য দিয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন ইমরান খান। বিমানবন্দরে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ইমরান খান কাশ্মীর নিয়ে বলেন, কাশ্মীরিদের ওপর জুলুম চলছে। এই মুহূর্তে কাশ্মীরিদের পাশে দাঁড়ানোটা জিহাদ। আমরা কাশ্মীরিদের পাশে রয়েছি, কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। যতক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকবেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, লড়াই চলাকালীন বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমাদের হতাশ হলে চলবে না। কাশ্মীরের মাজলুম জনগণ আমাদের দিকে চেয়ে রয়েছে, এ অবস্থায় তাদের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।