ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট এলাকায় প্রকাশ্যে আসিফ গাজী নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছেন ভারতীয় এক গৃহবধু। কোমরে লুকানো ছুরি দিয়ে সবার সামনেই কোপাতে শুরু করেন মারুফা বিবি (৩৫) নামের ওই নারী। একটু পরে সেখানেই মারা যান আসিফ। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ওই ব্যক্তি মূলত বাংলাদেশের নাগরিক। তিনি ভারতে একটি মাছের আড়তে কাজ করতেন। এ ঘটনার পরপরই মারুফা, তার স্বামী আজিজুল দফাদার ও তার এক বন্ধুকে ধরে পিটুনী দিয়ে পুলিশের কাছে তুলে দেয় এলাকাবাসী। এদিকে নিহত আসিফ গাজীকে বাংলাদেশি দাবি করা হলেও তিনি কয়েক বছর ধরে ভারতে কিভাবে বসবাস করতেন তা বিস্তারিত ভাবে জানায়নি দেশটির গণমাধ্যমগুলো।
মঙ্গলবার (২৫ জুন) সকালের দিকে এ ঘটনা ঘটে। মারুফা বিবির বাড়ি মাটিয়া থানার ঝুরুলি গ্রামে। তার স্বামী কলকাতায় একটি হোটেলে রান্নার কাজ করেন। আনন্দবাজারের খবরে বলা হয়, মারুফা মঙ্গলবার সকালে সন্তান কোলে নিয়ে একাই বাড়ি থেকে বের হন। এরপর তার স্বামী ও তার বন্ধুসহ তিন জনেই একটি বাইকে খোলাপোতা মোড়ে আসেন। সেখানেই আসিফকে ফোন করে ডেকে নেন তারা। আসিফ মোটরবাইকে আসতেই সন্তানকে কোলে নিয়ে তার কাছে গিয়ে কথা বলতে শুরু করেন ওই নারী। এসময় আসিফের সাথে কথা বলতে বলতে প্রথমে কয়েকটা চড়-থাপ্পড়ের পরেই কোমরে গুঁজে রাখা ছুরি বের করে গলায় বেশ কয়েকটি কোপ দেন। একসময় মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন আসিফ।
ঘটনা দেখে ছুটে আসেন আশপাশের দোকানদার এবং পথচারিরা। তারা আসিফকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে করতে সেখানেই মারা যান আসিফ। মারুফার পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে আনন্দবাজার বলছে, স্বামী বাইরে থাকার সুযোগ নিয়ে ওই যুবক মহিলাকে উত্ত্যক্ত করত। কুপ্রস্তাব দেওয়া থেকে ফোনে হুমকি, সংসার ছেড়ে তার সঙ্গে পালানোর জন্য চাপ দেওয়ার অভিযোগও রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। এমনকি শারীরিক সম্পর্কের জন্য জোর করাও হয়েছিল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।