
প্রকাশ: ২৬ জুন ২০১৯, ০:১২

আম পাড়তে গাছে ওঠার পর পড়ে গিয়ে হাত ভেঙে যায় সাত বছর বয়সি ফায়জানের। পরে সরকারি হাসপাতালে গেলে ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দেন। তবে বিপত্তি হলো ফায়জানের ভেঙেছে বাম হার আর ডাক্তারে ব্যান্ডেজ করেছেন ডান হাতে। এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের দারভাঙা জেলায়। জানা গেছে, গাছ থেকে পড়ে ফায়জানের বাঁ হাত ভেঙে যায়। অসহ্য যন্ত্রণার কাতরাচ্ছিল সেই বালক। তাকে দ্বারভাঙা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকেরা ভুল হাতে প্লাস্টার করেছে বলে অভিযোগ উঠেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব