এবারের বিশ্বকাপে বাংলাদেশি দুই পেসার মোস্তাফিজুর রহমান এবং মাশরাফী বিন মোর্ত্তজাকে এখন পর্যন্ত ব্যর্থদের একাদশে রাখছে ভারতের প্রভাবশালী বাংলা পত্রিকা আনন্দবাজার। তাদের করা তালিকায় মহেন্দ্র সিং ধোনিও আছেন। ব্যর্থ একাদশে মোস্তাফিজকে রাখার ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। তারকা এই পেসার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে দারুণ অবদান রাখেন। ৬৭ রান খরচ করলেও তিনটি উইকেট পান। এরপর উইকেট নিয়েছেন আরও সাতটি। ফিজের তুলনায় মাশরাফী কিছুটা বেশি ফ্লপ। এখন পর্যন্ত উইকেট নিয়েছেন একটি। ব্যাট হাতেও অবদান রাখতে পারছেন না। তবে অধিনায়কত্বের দক্ষতা দিয়ে ঠিকই দলকে জিতিয়ে আনছেন।
আনন্দবাজার পত্রিকাটির ক্রীড়া বিভাগ এখন আর আগের মতো জনপ্রিয় নেই। এই পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন কিংবদন্তিতুল্য ক্রীড়া লেখক গৌতম ভট্টাচার্য। তিনি এখন অন্য একটি বাংলা দৈনিকের ক্রীড়া সম্পাদক। আনন্দবাজারের করা ব্যর্থ একাদশের অন্যরা হলেন- মার্টিন গাপটিল, হাশিম আমলা, উসমান খাজা, কুশল মেন্ডিস, মহেন্দ্র সিংহ ধোনি, আন্দ্রে রাসেল, ক্রিস মরিস, রশিদ খান এবং কাগিসো রাবাদা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।