
প্রকাশ: ২৫ জুন ২০১৯, ২১:২৭

ভারতে হিন্দুত্ববাদীদের উগ্র আচরণ বেড়ে গেছে অনেকটাই। অনেকস্থানে 'জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হচ্ছে মুসলিমদের। এবার উত্তরপ্রদেশ বা বিহার নয় কলকাতায় আক্রমণের শিকার হয়েছেন এক মুসলিম তরুণ। এ ঘটনা ঘটেছে কলকাতার পার্ক সার্কাসে।'জয় শ্রীরাম' বলতে রাজি না হওয়ায় এক মুসলিম তরুণকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে,আক্রমণের শিকার ওই তরুণ পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তার অভিযোগ, চলন্ত ট্রেনে তাকে 'জয় শ্রীরাম' বলতে জোরাজোরি শুরু করে একদল যুবক। কিন্তু তিনি এতে সম্মত হননি। এ কারণে তাকে চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়া হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব