আইসিইউতে শ্বাসকষ্টের রোগী গণধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১১ই জুন ২০১৯ ০৪:৩৮ অপরাহ্ন
আইসিইউতে শ্বাসকষ্টের রোগী গণধর্ষণের শিকার

হাসপাতালে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে আসা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের উত্তর প্রদেশে একটি হাসপাতালে নির্মম এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর এখন পর্যন্ত চারজন পুরুষ এবং এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা হরিমন সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ওই নারী হাসপাতালে ভর্তি হলে রোববার তাকে চারজন মিলে ধর্ষণ করে। অভিযুক্তরা সবাই হাসপাতালে চাকরি করে।’

ভুক্তভোগীর স্বামী জানান, তার স্ত্রী আইসিইউতে ভর্তি হন। সেখানে ইনজেকশন দেওয়ার পর তার জ্ঞান চলে যায়। তখনই ওই চারজন ধর্ষণ করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আইসিইউর সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব