ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চান নরেন্দ্র মোদির মতো একই পোশাক,একই ভঙ্গিমা এবং অনেকটা একই রকম দেখতে নকল এক মোদি। তবে মোদির মতো দেখতে হলেও তিনি অবশ্য সমর্থন করেন রাহুল গান্ধীকে।ওই ব্যক্তির নাম অভিনন্দন পাঠক। শুক্রবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লখনৌ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিনন্দন পাঠক বা এই ‘নকল’ মোদি। লোকসভা নির্বাচনে তিনি নরেন্দ্র মোদির আসন বারাণসী আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়েছেন।
তবে নির্বাচনী প্রচারে গিয়ে পড়েছেন আচরণবিধি লংঘন করে নোটিশ পেয়েছেন তিনি। কারণ তিনি সাংবাদিকদের বলেছেন, তার স্লোগান হলো, এক ভোট, এক নোট। আর এ কারণে শুক্রবার অভিনন্দন পাঠককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট কৌশলরাজ শর্মা। তবে নিজেকে নকল মোদি ভাবতে নারাজ অভিনন্দন পাঠক। নিজেকে একজন ‘সিরিয়াস প্রার্থী' হিসেবেই বর্ণনা করেন তিনি। পাশাপশি তিনি বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য আমি রাহুল গান্ধীকেই প্রার্থী হিসেবে সমর্থন করব। আগামী ৬ মে লখনৌতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল গণনা হবে আগামী ২৩ মে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।