দিদি কাউকে ভয় পায় না। দিদিকে ভয় দেখানো অত সহজ নয়। ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষের জবাবে এসব কথা বলেন। রোববার দলীয় প্রার্থী বিজয়চন্দ্র বর্মনের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় গিয়ে তিনি বলেন, ‘দিদি ভয় পাওয়ার লোক নয়! দীর্ঘদিন ধরে লড়াই করেছি। বোমা, গুলি আর বন্দুকের সামনে রুখে দাঁড়িয়েছি। আর আপনাদের মতো ডাকাতদের ভয় পাব? এত সোজা নয়।’ ওইদিন সকালে কোচবিহার রাসমেলা ময়দানের জনসভায় মোদী দিদিকে কটাক্ষ করে বলেন, দিদি ভয় পেয়েছেন বলেই নির্বাচন কমিশনকে রাগ দেখাচ্ছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই সেই কটাক্ষের জবাবে তোপ দেগেছেন মমতা।
তিনি যে কাউকে ভয় পান না, সেই ব্যাখ্যা লাখো মানুষের জমায়েতের সামনে দেওয়ার সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন। ‘দুই অফিসারকে সরিয়ে ভাবছেন, ভোট জিতে যাবেন। সে গুড়ে বালি! যারা এসেছেন, তারাও আমাদের অফিসার, রাজ্যের অফিসার।মমতা জানান, অনেক প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। কিন্তু এত বাজে কথা বলা নিম্ন রুচির কাউকে আগে দেখিনি। মোদী মা-বোনদের অপমান করছেন। জানেন না, যাঁরা চুল বাঁধেন, তারা রান্নাও করেন। প্লেন চালান, ট্রেন চালান, আবার রাজ্যও চালান।
মমতার অভিযোগ, সেন্ট্রাল ফোর্সকে বলা হচ্ছে তৃণমূলকে ধরো। এভাবে যেন ভোটে জিতে যাবে। পাঁচ বছরে সাধারণ মানুষের জন্য একটাও কাজ করনি। এখন ভোটের সময় এসে উঁকিঝুঁকি মারছো’। ‘এভাবে ভোটে জিতে যাবে। অত সোজা! যে হ্যাঙ্গার থেকে বেরিয়ে বিজেপি আস্ফালন করছে, সেখানেই আবার ঢুকিয়ে দেব’। মমতার স্পষ্ট বার্তা, ‘তোমার চ্যাপ্টার শেষ। কোথায় জিতবে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, কর্ণাটক, কেরল, বাংলা, ওড়িশা— কোথাও জিতবে না। ভোটের সময় সবাইকে এখন সিবিআই দেখাচ্ছো, লেলিয়ে দিচ্ছো। যখন ক্ষমতায় থাকবে না, মনে রেখ, নোটবন্দি, জনধন যোজনার সঙ্গে আরও অনেক কিছু নিয়ে সিবিআই তদন্ত কিন্তু হবেই।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।