
প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ১৯:১১

মোদীর বায়োপিকের মুক্তির আরও একটি তারিখ সামনে এল। ওই চলচ্চিত্রের নির্মাতাদের তরফে জানানো হল আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদী’। যদিও ওই তারিখেই সিনেমাটি রিলিজ করবে কি না, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। কারণ, লোকসভা নির্বাচন চলাকালীন মোদীর বায়োপিক রিলিজ আটকাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলা করেছেন কংগ্রেসের মুখপাত্র আমান পানওয়ার। আগামী সোমবার ওই মামলার শুনানি। গত বছরের শেষের দিকে মোদীর বায়োপিকের খবরটি সামনে আসে। তার পর জানা যায়, মোদীর ভূমিকায় দেখা যাবে বিবেক ওবেরয়কে। এর পর সময় যত এগিয়েছে, ততই প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে আলোচনা বেড়েছে। প্রচারের আলো আরও বেশি করে এসে পড়েছে বিবেক ওবেরয়ের উপর।

ইনিউজ ৭১/এম.আর