
প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১৭:১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বৈরশাসক স্টাইলে চলেন। উভয় নেতাই জনগণকে মিথ্যা প্রতিশ্রতি দিচ্ছেন। জনগণের কথা কেউই শোনেন না।শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহের চাঁচলে এক নির্বাচনী সভায় এভাবেই মোদি ও মমতাকে বিদ্ধ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ২০১৬ সালের এপ্রিলের পর এটাই পশ্চিমবঙ্গে রাহুলের প্রথম নির্বাচনী সমাবেশ। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। এদিন দুপুরে বিহারে জনসভা করার পর মালদহের চাঁচলে আসেন রাহুল। এ সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, দীপা দাসমুন্সি, আবু হাসেন খান চৌধুরী, মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, গৌরব গগৈসহ নেতাকর্মীরা। চাঁচলের সভায় একই সঙ্গে মোদি ও মমতাকে নিশানা বানান রাহুল। উভয়ের শাসন ব্যবস্থাকে স্বৈরতান্ত্রিক বলে অভিযোগ তোলেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর