ভারতের জম্মু-কাশ্মীরে সিআরপিএফের বাসে আত্মঘাতী বিস্ফোরণে ভারতীয় জওয়ানদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে চারদিনের মধ্যেই বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার রাতে পুলওয়ামায় সেনা তল্লাশির সময় হামলা চালায় জইশ জঙ্গিরা। সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হন এক মেজর-সহ চার জন জওয়ান। ভারতীয় সেনাদের সঙ্গে গুলিতে নিহত হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান। এবার জেনে নিন যেভাবে মারা হল কাশ্মীরের পুলওয়ামা হামলার মূল হোতা কামরানকে।
গোপন সূত্রে খবর পেয়ে, পুলওয়ামার পিংগাল গ্রাম ঘিরে ফেলে কামরানের বিরুদ্ধে অভিযানে নামে সেনা।
কামরানের সঙ্গে ওই এলাকায় আরও দুই জঙ্গি ছিল।
অস্ত্র হাতে নিয়ে সামনে আগাচ্ছে ভারতীয় সেনারা। গত বছর পাকিস্তান থেকে কাশ্মীরে অনুপ্রবেশ করে কামরান।
সতর্ক দৃষ্টিতে সেনারা। ২০১৮ সালে মাসুদ আজহারের এক নিকট আত্মীয় কাশ্মীরে সেনার গুলিতে নিহত হয়।
তারপরেই কাশ্মীরের জয়েশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার হয়ে ওঠে কামরান।
সোমবারের অভিযানে অংশ নিয়েছিল ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ, কাশ্মীর পুলিশের স্পেশাল টিম এসওজি।
কামরানকে মারার অভিযানে সৈন্যরা। কামরানের আসল নাম গাজি রাশিদ।
জওয়ানদের দেখা মাত্রই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা।
রাতভর চলে গুলির লড়াই।
অপারেশনের সময়ে সেনাকে লক্ষ্য করে পাথর ছোড়ে ওই এলাকার বাসিন্দারা।
শহিদ হন এক মেজরসহ তিন সেনা জওয়ান।
সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পড়ে নিহত হন এক সাধারণ নাগরিকও।
ওই গ্রামের একটি বাড়িতে সঙ্গীদের নিয়ে লুকিয়ে পড়ে কামরান।
সেই বাড়িতে এনকাউন্টারে মারা পড়ে জইশের এই কুখ্যাত কমান্ডারসহ অন্য এক জঙ্গি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।