কাশ্মীরের পুলওয়ামা বোমা হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বিরাজ করছে। ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের সরাসরি যোগসাজশ রয়েছে বলে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে ভারত। দুই দেশেই চলছে রণপ্রস্তুতি। জেনে নিন অস্ত্র ভান্ডারে কোন দেশ এগিয়ে রয়েছে।
যুদ্ধ বিমান: ভারতের কাছে রয়েছে ২,১৮৫টি। পাকিস্তানের কাছে রয়েছে ১,২৮১টি।
ফাইটার যুদ্ধবিমান: ভারতের রয়েছে ৫৯০টি। পাকিস্তানের রয়েছে ৩২০টি।
অ্যাটাক যুদ্ধবিমান: ভারতের রয়েছে ৮০৪টি। পাকিস্তানের ৪১০টি।
বহনকারী বিমান (ট্রান্সপোর্ট): ভারতের রয়েছে ৭০৮টি। পাকিস্তানের ২৯৬টি।
হেলিকপ্টার: ভারতের আছে ৭২০টি। পাকিস্তানের ৩২৮টি।
অ্যাটাক হেলিকপ্টার: ভারতের আছে ১৫টি। পাকিস্তানের ৪৯টি।
ট্যাঙ্ক: ভারতের ৪,৪২৬টি। পাকিস্তানের ২,১৮২টি।
সেলফ প্রপেলড আর্টিলেরি: ভারতের ১৯০টি। পাকিস্তানের ৩০৭টি।
কামান: ভারতের আছে ৪,১৫৮। পাকিস্তানের আছে ১,২৪০টি।
যুদ্ধ জাহাজ: ভারতের ২৯৫টি, পাকিস্তানের ১৯৭টি।
যুদ্ধ বিমান বহনকারী জাহাজ: ভারতের আছে একটি। পাকিস্তানের নেই।
সাবমেরিন: ভারতের আছে ১৬টি। পাকিস্তানের ৫টি।
বিশেষ ক্ষমতা সম্পন্ন রণতরী: ভারতের ১৪। পাকিস্তানের ১০টি।
ড্রেস্টয়ার্স রণতরী: ভারতের ১১টি। পাকিস্তানের হাতে একটিও নেই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।