মাদারীপুরের ডাসারে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে সৈয়দ পার্থিবের (২৫) বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পার্থিবসহ পাঁচজনের নামে ধর্ষণ ও অপহরণের অভিযোগ এনে ওই ভুক্তভোগী নারী মামলা করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পার্থিবের পরিবার বসতবাড়িতে তালা দিয়ে পালিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আজিম উদ্দিনের ছেলে সৈয়দ পার্থিবের সঙ্গে প্রায় দুই বছর আগে এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতীর বাবা বাকপ্রতিবন্ধী এবং পরিবারটি অসহায় হওয়ায় পার্থিব তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়েটি বিয়ের জন্য পার্থিবের পরিবারের কাছে অনুরোধ জানালে তারা তা অস্বীকার করে। বিষয়টি জানাজানি হলে পার্থিবকে গোপনে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়।
উপায় না দেখে ভুক্তভোগী যুবতী গত শনিবার ডাসার থানায় সৈয়দ পার্থিব, তার বাবা আওয়ামী লীগ নেতা সৈয়দ আজিম, সৈয়দ নাদিমসহ পাঁচজনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্তদের পরিবার বসতবাড়িতে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, “সৈয়দ পার্থিব আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক গড়েছে। আমার পরিবার যখন বিয়ের উদ্যোগ নেয়, তখন সে কৌশলে আমাকে গৌরনদী ও পরে কিশোরগঞ্জে নিয়ে যায় এবং এক সপ্তাহ আটকে রাখে। আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি, কিন্তু এখন স্থানীয় প্রভাবশালীরা আমাকে টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।”
এদিকে, এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কিছু ক্ষমতাশালী ব্যক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য অর্থের লোভ দেখানো হচ্ছে। এমনকি মাদারীপুর কোর্টের মাধ্যমে প্রভাবশালীরা যুবতীর সঙ্গে পার্থিবের বিয়ের নাটক সাজানোরও চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
ডাসার থানার এস.আই মো. সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনের নামে ধর্ষণ ও অপহরণের মামলা হয়েছে। মামলার খবর পেয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছে। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।