রাজাপুরে বিএনপি নেতার গোয়াল থেকে গরু চুরি

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন
রাজাপুরে বিএনপি নেতার গোয়াল থেকে গরু চুরি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম চুন্নু সিকদারের গোয়াল ঘর থেকে অস্ট্রেলিয়ান ৪টি গাভী চুরি হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকায় সংঘবদ্ধ চোর চক্র এই চুরির ঘটনা ঘটায়।


স্থানীয়রা জানান, চোর চক্র পূর্বপরিকল্পিতভাবে এই কাজটি করেছে। তারা প্রথমে গরুগুলো গোয়াল ঘর থেকে বের করে ধানের খেতে নামিয়ে নিয়ে যায় এবং পরে পেছনের রাস্তা দিয়ে গাড়িতে তুলে দ্রুত স্থান ত্যাগ করে।


ভুক্তভোগী কামরুল ইসলাম চুন্নু সিকদার বলেন, "প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালে বেঁধে রেখেছিলাম। সকালে উঠে দেখি দরজা খোলা এবং গরুগুলো নেই। চোর চক্র অস্ট্রেলিয়ান জাতের ৪টি গাভী নিয়ে গেছে, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকার বেশি।"


গরু চুরির এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন, সংঘবদ্ধ চোর চক্র আরও চুরির ঘটনা ঘটাতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, "আমরা অভিযোগ পেয়েছি এবং চোর চক্রকে ধরতে অভিযান চালানো হচ্ছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।"


এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে গেছে, যা সাধারণ মানুষকে উদ্বেগের মধ্যে ফেলেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধ করা যায়।


গরু চুরির ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া গরুগুলোর কোনো সন্ধান মেলেনি।