কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক হয়ে নারী, শিশু ও পুরুষসহ ৩৬ রোহিঙ্গা সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। রোববার দুপুরে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় তারা ফিশিং বোটে করে প্রবেশ করে। বিজিবি তাদের আটক করে হেফাজতে রেখেছে এবং প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা। অনুপ্রবেশকারীদের মধ্যে ৫ নারী, ১০ শিশু এবং ২১ জন পুরুষ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল ঘাট দিয়ে এই রোহিঙ্গারা প্রবেশের চেষ্টা করে। বিজিবি তাদের আটক করেছে এবং সাগরে আরও একটি রোহিঙ্গা বোঝাই বোট ভাসমান রয়েছে বলে খবর পাওয়া গেছে।
অনুপ্রবেশকারীদের মধ্যে একজন মো. আলম জানান, তারা মিয়ানমারের আকিয়াব এলাকার নাঁশং গ্রাম থেকে এসেছে। আরাকান আর্মির নির্যাতন থেকে বাঁচতে তারা সাগরপথে পালিয়ে আসে। তিনি বলেন, "মগ বাগি" (আরাকান আর্মি) রোহিঙ্গাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের জোরপূর্বক অস্ত্র প্রশিক্ষণে বাধ্য করছে। গ্রামবাসীর অনেকেই নির্যাতনের শিকার হচ্ছেন এবং জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন।
আরেক রোহিঙ্গা, জাহের আলম, জানান তাদের গ্রামে পাঁচটি মুসলিম গ্রাম রয়েছে। সেখানে আরাকান আর্মি রোহিঙ্গাদের নিজেদের দলে যোগ দিতে বাধ্য করছে এবং তাদের জান্তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করছে। বাধ্য না হলে অমানবিক নির্যাতন চালানো হয়। তিনি বলেন, "যুদ্ধের চেয়ে বাংলাদেশে মরাটাই ভালো মনে হয়েছে, তাই এখানে চলে আসি।"
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহসান উদ্দিন জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান নিশ্চিত করেছেন, খুরেরমুখ এলাকার কাছাকাছি মুন্ডার ডেইল দিয়ে ৩৬ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় প্রশাসন ও বিজিবির সমন্বয়ে অনুপ্রবেশের এ ধরনের ঘটনা প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।