১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব: বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক
জাহিরুল ইসলাম মিলন
প্রকাশিত: সোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪ ০৯:২৫ অপরাহ্ন
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব: বিএফআইইউ

দেশের ১২ জন বিশিষ্ট সাংবাদিক এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট হিসাবের তথ্য দ্রুত সরবরাহের নির্দেশ দিয়েছে। 


সোমবার (৩০ ডিসেম্বর) বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 


তলব করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র বাদল, ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দ্বীপ আজাদ, এবং দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ওবাইদুল কবীর মোল্লাসহ আরও অনেকে। 


বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, এসব ব্যক্তির হিসাব খোলার ফরম, কেওয়াইসি তথ্য, এবং সাম্প্রতিক লেনদেন বিবরণী চিঠি পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে। 


বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপের পেছনে রয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন নীতি। শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা ১৬ বছরের সরকার পতনের পর ক্ষমতাসীন নতুন প্রশাসন বিভিন্ন পেশাজীবীর ব্যাংক লেনদেনের ওপর নজরদারি বাড়িয়েছে। 


উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। এর পরপরই বিএফআইইউ আওয়ামী লীগ সরকারের সময়ের আর্থিক অনিয়ম এবং দুর্নীতি খতিয়ে দেখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 


বিএফআইইউ জানিয়েছে, তলব করা হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেন, অর্থপাচার, বা অনিয়ম পাওয়া গেলে তা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্ত করা হবে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তলবকৃত সাংবাদিকরা।


নতুন প্রশাসনের আওতায় এমন নজরদারির ফলে ব্যাংক ও আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে সমালোচকরা এ পদক্ষেপকে সাংবাদিকতার স্বাধীনতার জন্য একটি অশনিসংকেত হিসেবেও দেখছেন। 


সাংবাদিকতা এবং গণমাধ্যম জগতের এ ধরনের কার্যক্রমে কী প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে। তবে বিএফআইইউর এই পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।