
ভারতে কাজের খোঁজে গিয়ে কিডনি হারালেন তিন বাংলাদেশি

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ৩:১৩

ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়ে তিন বাংলাদেশি নাগরিক কিডনি হারিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এই তিন বাংলাদেশিকে পৃথকভাবে ভারতে নিয়ে গিয়ে ডাক্তারি পরীক্ষার নামে তাদের কিডনি চুরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বলিউড সিনেমা ‘রান’-এর মতো বাস্তবে ঘটেছে এই ঘটনা। সিনেমার মতোই, কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি তিন নাগরিককে ভারতে নিয়ে গিয়ে তাদের কিডনি চুরি করা হয়।

দিল্লি পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ওই তিনজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে আনা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার নামে তাদের কিডনি অপসারণ করা হয়। ৪৮ ঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা জানতে পারেন, তাদের কিডনি চুরি করা হয়েছে এবং কিডনির বিনিময়ে প্রতারকেরা তাদের ৪ লাখ টাকা প্রদান করেছে।
এই ঘটনার পর তিন বাংলাদেশির ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, এবং তারা এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন।

সর্বশেষ সংবাদ
