প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে এলেন প্রিয়াঙ্কা !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন
প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে এলেন প্রিয়াঙ্কা !

প্রেমের টানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় তরুণী প্রিয়াঙ্কা নস্কর (২৯)। সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন তিনি। পরে দুই বছর সাজা ভোগ শেষে তাকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।


মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দর্শনা সীমান্ত চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। প্রিয়াঙ্কা নস্কর ভারতের হাওড়া জেলার শ্যামপুর থানা গোপীনাথপুর গ্রামের প্রতাব নস্করের মেয়ে।


পুলিশ জানায়, প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে বাংলাদেশের নারায়ণগঞ্জের এক যুবকের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস মোবাইল ফোনে প্রেমের পরে ২০২২ সালের ৩ অক্টোবর ভারত থেকে অবৈধভাবে ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে দালালের সহযোগিতায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। সেই সময় তিনি মহেশপুর বিজিবি-৫৮ সদস্যদের হাতে আটক হন।


আটকের পর তাকে ঝিনাইদহ জেলা আদালতে হাজির করলে আদালত ২ বছরের সাজা প্রদান করেন। সাজা শেষে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইন্ডিয়ান হাইকমিশনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাকে তার পরিবারের সদস্য বাবা, মা ও দিদির কাছে হস্তান্তর করা হয়েছে।


দুই দেশের পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন- বিজিবির দর্শনা সীমান্ত আইসিপি ক্যাম্পের কমান্ডর সুবেদার মোস্তফা মিয়া, ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিকুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর কাবিল সাদিক, দর্শনা থানার এসআই ফাহিম হাসান, ঝিনেইদহ জেল পুলিশ সদস্যরা। 


ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- বিএসএফর গেদে ক্যাম্প কমান্ডার এসি তাপশসর, ইমিগ্রেশন ইনচার্জ সঞ্জীব কুমার, কাস্টমস কর্মকর্তা আরপি জাদব, কৃষ্ণগঞ্জ থানার এএসআই তন্ময় দাস ও এনজিও কর্মী চিত্তরঞ্জন রায় প্রমুখ।