https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২১, ১১:২০

শেয়ার করুনঃ
দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের পর এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দিল্লির উপ–রাজ্যপাল অনিল বাইজাল মহামারি রোগ আইন-১৮৯৭ এর আওতায় কিছু বিধিবিধান জারি করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৭৭৩ জন। বৃস্পতিবার এক দিনে ১৫৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্বের সঙ্গে নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি রোগ হিসেবে ঘোষণা দেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এর আগে, মঙ্গলবার (২৫ মে) পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারসহ বিভিন্ন রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম এক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজ্যের কোথাও কোনো মিউকরমাইকোসিসের রোগী ধরা পড়লে তা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার অফিসকে জানাতে হবে। রোগী কোথাকার বাসিন্দা, তার কী চিকিৎসা চলছে জানাতে হবে তাও। এছাড়া বিজ্ঞপ্তিতে রোগটির চিকিৎসা সম্পর্কিত নির্দেশিকাও দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় সরকারসহ একাধিক রাজ্য এই সংক্রমণকে ১৮৯৭ সালের মহামারি আইনের সঙ্গে সংযুক্ত করেছে। চিকিৎসকেরা বলছেন, করোনা থেকে সেরে ওঠার পর এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি। বহুক্ষেত্রে অক্সিজেনের নল থেকেও ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, উপ–রাজ্যপালের জারি করা বিধানগুলো অনুযায়ী, দিল্লির সরকারি–বেসরকারি সব স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত ও চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের জারি করা নির্দেশিকা মেনে চলবে।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও সন্দেহভাজন প্রতিটি ঘটনা দিল্লির সরকারের স্বাস্থ্য দপ্তরের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ঘোষিত হবে। স্বাস্থ্য দপ্তরের থেকে আগ অনুমতি নেওয়া ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ব্যবস্থাপনার কোনো তথ্য শেয়ার করতে পারবে না।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কী এই ব্ল্যাক ফাঙ্গাস?

ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস একটি বিরল ফাঙ্গাল সংক্রমণ। এটি শরীরে দেখা দিলে ৫৪ শতাংশ রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। অনেকক্ষেত্রে তা ৮০ শতাংশ পর্যন্তও হয়ে থাকে। কোভিড সংক্রমণ থেকে রোগী সুস্থ হয়ে উঠলেও তার রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। তখনই এই জাতীয় ছত্রাক শরীরে বাসা বাঁধে। যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, তাদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এই রোগের উপসর্গগুলি কী কী:

আপনার যদি এই ছত্রাকের সংক্রমণ হয় তবে গালে ব্যথা হতে পারে। এটি গালের একপাশে বা উভয় দিকেই হতে পারে, এটিই এই ছত্রাকের সংক্রমণের প্রাথমিক লক্ষণ। পরে এই সংক্রমণের কারণে মুখের ক্ষতও তৈরি হতে পারে। এগুলি ছাড়াও এই সংক্রমণ ত্বক সম্পর্কিত আরও অনেক সমস্যার জন্ম দিতে পারে।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আরাকান আর্মির অগ্নিসংযোগ? রাখাইনে ফের অস্থিরতা

আরাকান আর্মির অগ্নিসংযোগ? রাখাইনে ফের অস্থিরতা

মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা যখন শুরু হয়েছে, ঠিক তখনই কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া উড়তে দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের নাইট্যংপাড়া, শাহপরীর দ্বীপসহ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মিয়ানমারের ভেতরে এ দৃশ্য স্পষ্ট দেখা গেছে।  সীমান্তের বাসিন্দাদের দাবি, রাখাইনে রোহিঙ্গাদের পরিত্যক্ত ঘরবাড়িতে আগুন দিচ্ছে সেখানকার সশস্ত্র গোষ্ঠী আরাকান

ভুবনেশ্বরে বাস দুর্ঘটনা: ৭০ বাংলাদেশি যাত্রী নিয়ে উল্টে যায় বাস

ভুবনেশ্বরে বাস দুর্ঘটনা: ৭০ বাংলাদেশি যাত্রী নিয়ে উল্টে যায় বাস

ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটেছে, যাতে ৭০ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে ভুবনেশ্বরের উত্তরা চকের সিফা এলাকার কাছে একটি পর্যটক বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি পুরির দিকে যাচ্ছিল এবং এতে বেশিরভাগ যাত্রীই বাংলাদেশি পর্যটক ছিলেন, যারা সম্প্রতি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির দর্শন শেষে তারা

ইউনূস-মোদির বৈঠকের পর শিলিগুড়ি করিডোরে যুদ্ধসাজ

ইউনূস-মোদির বৈঠকের পর শিলিগুড়ি করিডোরে যুদ্ধসাজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মূল ভূখণ্ডের সংযোগস্থল ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোর। সম্প্রতি এই এলাকাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। বিশেষ করে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর থেকেই করিডোর এলাকায় ভারতের সামরিক তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। দুইদিনের থাইল্যান্ড সফর শেষে শুক্রবার নরেন্দ্র মোদি যখন শ্রীলঙ্কার উদ্দেশে ব্যাংকক

গুজরাটে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

গুজরাটে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

গুজরাটের জামনগরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাতে সুভ্রদ্রা নগরের কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং ধ্বংসাবশেষ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় এক পাইলট নিহত এবং অপর একজন আহত হয়েছেন। আহত পাইলটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।   ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল টুইন-সিটার জাগুয়ার, যা নিয়মিত প্রশিক্ষণের জন্য ব্যবহার

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা ও মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন !

নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা ও মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন !

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের জনগণকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোমবার রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।  শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভারতের ২০ কোটি