প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ২২:৫৬
' বন্ধু ' বা বন্ধুত্ব এই কথা টা খুব সহজ শব্দের মনে হলেও , ভীষণ আবেগ আর কঠিন ভালবাসার একটি নাম । প্রতিটি মানুষ সামাজিক গণ্ডির মধ্য দিয়ে বড়ো হয়ে উঠে । আর এই সামজিক জীবনের সবচেয়ে কাছের যে মানুষটি হয় আমাদের তিনি হচ্ছেন বন্ধু । বন্ধু সারা জীবন কেবল বন্ধু , বন্ধুত্বের নেই কোন জাঁত নেই কোন ধর্ম নেই কোন কাল সাদার পার্থক্য । ধনী গরীব এমনকি সামজিক বড়ো ছোট অবস্থান নেই যে এই বন্ধু শব্দটিতে ।আজ আমার যারা বড় হয়েছি ঠিক আজ
নেই জীবনের অন্যতম সেরা অধ্যায় স্কুল জীবন । অথচ আমাদের বন্ধু বা বন্ধুত্বর শুরু হয় ঐ স্কুল জীবন থেকে । তবে আজ নেই সেই স্কুল মাঠ, সেই ঘন্টা, সেই এসেম্বলি,সেই দুরন্তপনা ও সেই চেনামুখগুলো আজও স্মৃতির পাতায় তাজা হয়ে আছে। মাঝে মধ্যে মনে হয় যদি একটা টাইম মেশিন থাকতো যাতে চলে যেতাম প্রিয়স্কুল জীবনের সেই সময় টাতে।না হয় একটু স্যারের বকা খেলাম তবুও ছুটে যেতাম শিকরের টানে। স্কুল জীবন শেষ করেছি ২০০৪ সালে এখন ২০২০ প্রায় শেষ
কিন্তু মাঝেমাঝে মনে হয় এইতো কালও বন্ধুরা মিলে এসেম্বিলিতে দাঁড়িয়ে ছিলাম। সে সময় টাকে ফিরে পাওয়ার লক্ষ্যে বা সে স্মৃতিময় সময়কে আবার যেন টাইম মেশিনে করে ফিরিয়ে আনার একটুকরো প্রয়াস নেওয়া হয়েছে। বন্ধুত্ব নয় ভ্রাতৃত্ব এ চেতনাকে বুকে ধারনা করে এসএসসি ২০০৪ বরিশাল ব্যাচের উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে পুনর্মিলনী।পুনর্মিলনী অনুষ্ঠানটি আগামী ৪ ঠা ডিসেম্বর বরিশালের নবগ্রাম রোডে অবস্থিত নিসর্গ পার্কে অনুষ্ঠিত হবে । দিনব্যাপী
নানান আয়োজনের মধ্য দিয়ে চলবে পুণর্মিলনী। এই আয়োজনে সকল বরিশাল বিভাগের এসএসসি ২০০৪ এর বন্ধুদের জন্য উন্মুক্ত থাকবে । সকল ভেদাবেদ ভুলে সবাই রেজিষ্ট্রেশ করে নেও আর রেজিষ্ট্রেশনের শেষ সময় ২ রা ডিসেম্বর/২০২০। যোগাযোগ - ০১৭১৭৪৪৩৭৯২। তাই বন্ধুত্বের এই বিশাল মিলন মেলায় যুক্ত হয়ে যাও তুমি ও আর মিলিয়ে আড্ডা গল্পতে মুখরিত করো আগামী ৪ ডিসেম্বর । বিশেষ আকর্ষণ থাকবে ঐ দিন একটি বিশেষ লোগো উন্মুক্ত হবে ' উই আর ০৪ বরিশাল ' এর তাই এই ঐতিহাসিক মুহূর্তকে কোন ভাবে মিস করো না বন্ধুরা ।