প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ২:২৩
শতভাগ মাক্স পড়া নিশ্চিত করতে ও করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধে নাটোরের লালপুরে মাক্স ও লিফলেট বিতরণ করেছে আড়বাব ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও শহীদ মমতাজ উদ্দিনের ভাগিনা আসরাফুল ইসলাম ঝন্টু।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আড়বাব ও কচুয়সহ বিভিন্ন বাজরে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে বিনামূল্যে প্রায় ১২শ মাক্স, হ্যান্ড স্যানিটাইজারও লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, আড়বাব ইউনিয়ন বাসিকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা করতে শতভাগ মাক্স পড়া নিশ্চিতে তিনি বিনামূল্যে মাক্স হ্যান্ড স্যনিটাইজার ও জনসেচতনতা বৃদ্ধির লিফলেট বিতরণ করছেন। তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী। তাকে নৌক প্রতিকে মনোনয়ন দিলে বিজয় ছিনেয়ে আনবেন। সেই সঙ্গে এই অবহেলিত আড়বাব ইউনিয়নের উন্নয়নের পাশাপাশি মাদক মুক্ত আড়বাব গড়বেন বলে জানান তিনি। এজন্য তিনি সকলের দোয় ও সমর্থন কামনা করেন।’ এসময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।