প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১:৫১
প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বন্যায় পানিবন্দী মানুষকে নৌকায় ঘুরে ঘুরে ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বন্যায় দূর্গতদের ৩০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ৩০জুলাই) সকালে সরাইল উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঐ সমস্ত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে নৌকায় নিয়ে ঘুরে ঘুরে শুকনো খাবার বিতরণ করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খোকন সহ এলাকার জন প্রতিনিধিগণও অফিসের কর্মকর্তারাবৃন্দ।