শুক্রবার ব্যাংক খোলা শিল্প এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৮শে জুলাই ২০২০ ০৭:৫০ অপরাহ্ন
শুক্রবার ব্যাংক খোলা শিল্প এলাকায়

তৈরি পোশাক খাতের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামী শুক্রবার সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রয় এবং শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট সব শাখা শুক্রবার খোলা রাখতে হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চল। 

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের শাখা খোলা থাকবে। তবে লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, শুক্রবার সকাল ১০টা-দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার চেক প্রদান করা যাবে না এবং এ ধরনের চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।