আইসিইউতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে জুলাই ২০২০ ১০:৩২ অপরাহ্ন
আইসিইউতে স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া করা হয়েছে।সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম।

শফিউল বারী বাবুর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবত অসুস্থ। সোমবার অবস্থার অবনতি হওয়ায় তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বাবুর অক্সিজেন লেভেল কমে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।শায়রুল কবির বলেন, শফিউল বারী বাবুর করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে।