ইন্দুরকানীতে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুই গ্রুপের পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে জুলাই ২০২০ ১০:২০ অপরাহ্ন
ইন্দুরকানীতে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুই গ্রুপের পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক ভাবে পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ইন্দুরকানী বাজারে এবং সকাল ৮টায় উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে পৃথক ভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সংগঠনটির দুটি গ্রুপের নেতৃবৃন্দ। সোমবার সকালে ইন্দুরকানী বাজারে উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল ইসলাম এবং যুগ্ন-আহবায়ক আরিফুল রহমান টুটুলের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালী ও দোয়া মাহফিল, মিস্টি বিতরণ এবং দুস্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক মো: শাহিন গাজী, যুগ্ন-সাধারণ সম্পাদক ইকরামুল সিকদার, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সদস্য সজিব হাওলাদার, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন বাবু,

শাওন হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান, ফয়সাল মোর্শেদ কিসলু, পত্তাশী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুমন হাওলাদার সহ সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।অপরদিকে সকালে উপজেলা পরিষদ সড়কের মোড়ে আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ র‌্যালী ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ।

উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এম ওবায়দুল্লাহ ও সাধারন সম্পাদক আল মামুনের নেতৃত্বে¡ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আবদুল আজিজ হাওলাদার,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহামুদ,দপ্তর সম্পাদক বিপ্লব শিকদার, প্রচার সম্পাদক মেহেদী হাচান সহ অন্য অন্য নেতৃবৃন্দ।

এছাড়া বিকাল ৪টায় উপজেলার নবগঠিত চন্ডিপুর ইউনিয়নে যুগ্ন-আহবায়ক কামরুল হাচান ইমনের নেতৃত্বে সেচ্ছাসবেক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী আকবর রেজা, যুগ্ন-আহবায়ক রুহুল আমীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।