টাঙ্গাইলে পুরাতন আদালত পাড়া এলাকায় অবস্থিত টাঙ্গাইল প্লাজা মার্কেটে মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিউ চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল প্লাজা মার্কেটের ৪র্থ তলা ভবনের ২য় তলায় অবস্থিত নিউ চন্দ্র বিন্দু ফ্যাশন হাউজে আগুন লাগে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কাপড় ফার্নিচার পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে মার্কেটের আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।