প্রকাশ: ১৬ জুন ২০২০, ৩:৪৮
হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরেছেন। কোথাও মেলেনি চিকিৎসা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুর থেকে অবশেষে রোমানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী। সোমবার (১৫ জুন) দুপুরে হাসপাতালে ভর্তির আগে অ্যাম্বুলেন্সে অপেক্ষায় থাকা অবস্থায় স্বামী তাকে বেঁচে থাকার সাহস দিচ্ছিলেন। করোনাকালে ‘অনন্য ভালোবাসা’র এ ছবি ক্যামেরাবন্দি করেন দৈনিক মানবজমিনের আলোকচিত্রী জীবন আহমেদ।