কাউখালীতে দ্বীপ এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুন ২০২০ ০৮:৪৫ অপরাহ্ন
কাউখালীতে দ্বীপ এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলার নদী বেষ্টিত দ্বীপ এলাকা সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ৭নং ওয়ার্ডে মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দুই শত পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করেন সমাজ সেবক আশীষ কুমার মজুমদার ।

মঙ্গলবার বিকালে খাদ্য সমাগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল সরদার সহ আরও অনেকে। এ সময় আশীষ কুমার বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ অসহায় মানুষের পাশে দাঁড়ানো।