প্রকাশ: ১৬ জুন ২০২০, ১:১৭
বর্তমান করোনা পরিস্থিতিতে উখিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উপজেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের সাধারণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভার্চুয়াল পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যানদ্ধয়,অফিসার ইনচার্জ উখিয়া থানা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।