প্রকাশ: ১৬ জুন ২০২০, ০:২৮
কিছুদিন আগেই সুন্দর পৃথিবীর জন্য সমান তালে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর ছিল বিশ্বের সমগ্র জাতি। পথিমধ্যে হঠাৎ করেই এ যেন থমকে যাওয়া। প্রতিবন্ধকতার নাম ফুসফুসের রোগ কোভিড-১৯। করোনাভাইরাস সৃষ্ট এ মহামারির কারণে বিশ্ব মুখোমুখি হয়েছে অভাবনীয় এক সংকটের। বিশ্বযুদ্ধের পরে প্রাণঘাতী করোনার কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে নতুন করে বিশ্ববিপর্যয়ের আভাস মিলছে।
করোনার কড়াল গ্রাসে যখন দিশেহার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চোখে মুখে অন্ধকার দেখছে। সাহায্য সহযোগীতা যখন বন্ধের উপক্রম ঠিক তখন উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সহয়াতা নিয়ে ইন্দুরকানী উপজেলা জাতীয়তাবাদি দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফঅয়জুল কবির তালুকদার। উপজেলা বিএনপির নেত্রী বৃন্দকে সাথেনিয়ে ছুটে চলছেন উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র পরিবারের দুয়ারে। ১৬ জুন মঙ্গলবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেন এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোঃ আহমেদ. জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা শাহিদুল ইসলাম, আলামিন হোসেন প্রমুখ।